শিক্ষার্থীদের গুণগত উৎকর্ষ সাধন, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, পরীক্ষাভীতি দূরীকরণ ও অধ্যায়ভিত্তিক স্পষ্ট ধারণা অর্জনসহ চূড়ান্ত পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনের লক্ষ্যে নির্বাচনী পরীক্ষা পর্যন্ত বিশেষ ক্লাস টেস্ট এবং নির্বাচনী পরীক্ষার পর থেকে চূড়ান্ত পরীক্ষার পূর্ব পর্যন্ত সময়ের প্রাপ্যতার উপর ভিত্তি করে সর্বোচ্চ সংখ্যক মডেল টেস্ট ও সল্ভ ক্লাস গ্রহণ করা হয়।
ক্লাস টেস্টের বৈশিষ্ট্যঃ
১। পরীক্ষার সময়কাল হবে ১ ঘন্টা ১০ মিনিট।
২। মোট ৪০ নম্বরের (সৃজনশীল-২০, বহুনির্বাচনী-২০) মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। সৃজনশীল প্রশ্ন ৩টি থাকবে; তার মধ্যে ২টি প্রশ্নের উত্তর লিখতে হবে। জীববিজ্ঞানের ক্ষেত্রে ১ম পত্র থেকে ২টি এবং ২য় পত্র থেকে ২টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে ১টি করে মোট ২টি প্রশ্নের উত্তর লিখতে হবে। জীববিজ্ঞান বহুনির্বাচনীর ক্ষেত্রে প্রতিটি পত্র থেকে ১০টি করে প্রশ্ন থাকবে। ১ম পত্র (উদ্ভিদবিজ্ঞান) ও ২য় পত্র (প্রাণিবিজ্ঞান) এর জন্য পৃথক পৃথক উত্তরপত্র ব্যবহার করতে হবে।
৪। প্রতিটি পরীক্ষার পূর্বে সাজেশনমূলক ক্লাশ অনুষ্ঠিত হবে। নির্ধারিত সিলেবাসের উপর সম্ভাব্য সকল MCQ প্রশ্ন এবং নমুনা হিসাবে ২/১টি CQ প্রশ্ন সম্পর্কে অবহিত করা হবে।
৫। প্রতিটি পরীক্ষার বিষয়ভিত্তিক সল্ভ ক্লাস গ্রহণ করা হবে।
৬। মডেল টেস্ট চূড়ান্ত পরীক্ষার অনুকরণে অনুষ্ঠিত হবে।
৭। প্রতিটি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে প্রথম ৬জন কে এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে প্রথম ৩জন করে পরীক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।
৮। ফলাফলে মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে যৌথ অবস্থান নিরসনে ক্লাসে উপস্থিতির হারকে অগ্রাধিকার প্রদান করা হবে।